Ekla Nitai (একলা নিতাই) by Satyaki Banerjee (সাত্যকি ব্যানার্জি) | Dhaka International FolkFest
Ekla Nitai (একলা নিতাই) by Satyaki Banerjee (সাত্যকি ব্যানার্জি) | Dhaka International FolkFest
প্রতিভাবান ভারতীয় কম্পোজার সাত্যকি ব্যানার্জি নানা ধরণের মিউজিক্যাল ইন্সট্রুমেন্টে পারদর্শী। একটি অ্যাংলো বাঙালি ব্যান্ডের সদস্য হিসেবে মিউজিকে দীক্ষা নিয়েছেন পন্ডিত দীপক চৌধুরির কাছে, বর্তমানে দীক্ষা নিচ্ছেন পন্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদারের কাছে। তিনি দোতারা, সরোদ এবং রাবাব বাজিয়ে গান করেন। সাত্যকি ব্যানার্জির অসাধারণ পরিবেশনা বাংলা লোকগানের ঐশ্বর্যকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরছে নতুন করে।
সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট লোকসংগীতের এক মিলনমেলা।এ উৎসবে বিশ্বের নানা প্রান্তের লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় অসাধারণ সব লোকগান শোনার সুযোগ পায় বাংলাদেশের মানুষ।
The master of instruments Satyaki Banerjee gave a mind-blowing performance in Dhaka International FolkFest 2018. This Indian Bengali composer is a part of an Anglo-Bengali band is trained by Pandit Dipak Chowdhury and now trains under Pandit Tejendra Narayan Majumdar. He plays Dotara, Sarod, Oud, and Rebab player. Satyaki magnificently portrays Baul and Kirtan traditions in his songs. The audience of Dhaka International FolkFest came across the beauty of rooted Indian Bengali music through Satyaki Banerjee.
An initiative of Sun Foundation; ‘Dhaka International Folk Fest’ is a celebration of sheer musical brilliance where myriads of folk artists from home and abroad perform on a single platform.